Title
8th March International Women's Day Observed
Details
"ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় গত ৮ ই মার্চ সুবর্ণচর উপজেলা পরিষদে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৩।
এদিন সকাল ১০.৩০টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ ও ততসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব এ টি এম মোহিতুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব চৈতী সর্ববিদ্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ফখরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব নুরুন্নবী খোকন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব নুসরাত জাহান রিফাত প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষাকর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব আবু জাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ ফরহাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মুহিউদ্দিন ফরহাদ, উপজেলা বন কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এনজিও প্রতিনিধি জনাব নিবেদিতার একটি মনোমুগ্ধকর গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল দর্শকসহ অতিথিবৃন্দকে আপ্যায়ন করা হয়।