Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Recitation Teacher Appointed
Details

সুবর্ণচর উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের জন্য ০২(দুই)জন আবৃত্তি শিক্ষক নিয়োগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে গঠিত নিয়োগ বোর্ডের মাধ্যমে এই নিয়োগ কর্যক্রম সম্পন্ন  হয়। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব এ টি এম মোহিতুল ইসলাম, সৈকত সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ইসমাইল। 

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন

১। জনাব লক্ষী মজুমদার, পিতা নান্টু মজুমদার, কর্তাবাড়ী, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী।

২। জনাব মসরিন আক্তার, স্বামী- মোঃ কবির হোসেন, হোসেন মাওলার বাড়ী, চর জুবিলী, সুবর্ণচর, নোয়াখালী। 

এছাড়াও একজন প্রার্থীকে অপেক্ষমান রাখা হয়; পরবর্তীতে পদ শূণ্য হয়া সাপেক্ষে তাঁকে নিয়োগ দেয়া হবে। 

অপেক্ষমান প্রার্থী হলেন- ফাতেমা বিনতে রুহুল, স্বামী-মোঃ শহিদ উল্যা, নুর আলম মাস্টার বাড়ী, গ্রাম- চর জব্বর, সুবর্ণচর, নোয়াখালী। 

Attachments
Publish Date
12/03/2023
Archieve Date
12/03/2024