Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
IGA trainee selection
Details

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় সুবর্ণচর উপজেলায় বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম নিম্নবর্ণীত স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে। আবেদনকারী সকল প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থেকে বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, বাছাই কার্যক্রম ০১(এক) দিনেই সম্পন্ন করা হবে;  নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কেউ হাজির হলে তাকে বাছাইয়ের জন্য বিবেচনা করা হবে না। 


স্থানঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সুবর্ণচর, নোয়াখালী।

তারিখঃ ২২ নভেম্বর, ২০২২ খ্রি.

সময়ঃ সকাল ১০'০০ টা

Attachments
Publish Date
21/11/2022
Archieve Date
23/11/2022